মোহাম্মদ দিদার উদ্দিন ক্রাইম রিপোর্টার হাতিয়া -নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়ে গেছে ১১টি দোকান ও ২টি বসতঘর। গতকাল বুধবার মধ্য রাতে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে আফাজিয়া বাজারের কসমেটিকসের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে দোকান মালিকদের একজন জানান, আগুনে কাপড়ের দোকান, মুদি দোকান, চায়ের দোকান, কসমেটিকসের দোকান, গ্যাসের দোকানসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। আর এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হারুনুর রশীদ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১১ দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। বসত ঘর এর আগুনে ক্ষতি হয়েছে আনুমানিক ২০ লাখ টাকার। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।