সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার নেছারাবাদ :- শুক্রবার (২৪ জানুয়ারি) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হলো জিয়া পরিবারের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বর্তমান নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মাহামুদুল হাসান বাবু।নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা মৃধা। নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ তপু রায়হান। নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মোঃ সাগর তালুকদার সজিব। নেছারাবাদ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিলন মৃধা। নেছারাবাদ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সজল বাহাদুর সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন- নেছারাবাদ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর আহবায়ক- মোঃ রাহাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে দেশের স্বার্থে অগ্রণী ভূমিকা রেখে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক মাঠে দলকে এগিয়ে রাখার উদাত্ত আহ্বান জানান এবং মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।