রুবেল আহমেদ শিক্ষানবীশ রিপোর্টার সুনামগঞ্জ :- সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভবর পুর উপজেলা, পলাশ বাজারে কলেজের প্রাঙ্গনে ইসলামী সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ জামায়েতে ইসলামী শ্রমিক কল্যানের ২২ জানুয়ারি বুধবার বিকেল ৪ ঘটিকায় একটি আলোচনা সভা অনুষ্টিত হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতীথি জামায়েত ইসলামী সুনামগঞ্জ জেলা, শ্রমিক কল্যানের , সভাপতি জনাব মুনতাজুল ইসলাম আবেদ ও জেলা সেক্রেটারি অধ্যাপক, জনাব,আব্দুল্লাহ সাহেব জানান মানবতার সেবা ও দেশ কে এগিয়ে নিয়ে যেতে কর্মী সম্মেলন আলোচনা সভা অনুষ্টিত হবে ১ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ, সুনামগঞ্জ এই ২০২৫কর্মী সম্মেলন এই সম্মেলনয়ে প্রদান অথিতি উপস্থিত হবেন জনাব ডাক্তার সফিকুর রহমান আমির,বাংলাদেশ জামায়েত ইসলামী,। জনাব, এহসানুল মাহবুব জুবায়ের,এডবুকেট, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামা য়েতে ইসলামী, ঢাকা মহা নগরী উত্তর। জনাব ফখরুল ইসলাম, সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ ও আমির, বাংলাদেশ জামায়েত ইসলামী, সিলেট মহানাগরী,জনাব মাওলানা হাবিবুর রহমান সদস্য কেন্দ্রীয় মজলিস সূরা ও আমির, বাংলাদেশ জামায়েতে ইসলামী আমির সিলেট জেলা , জনাব মাওলানা তুফায়েল আহমদ খান সদস্য কেন্দ্রীয় মজলিশে সূরা আমির বাংলাদেশ জামায়েতে ইসলামী সুনামগঞ্জ জেলা।
দলে দলে যোগ দিন বাস্তবায়ন করতে হবে এই সম্মেলেন যে যেখান থেকে যতটুকু ত্যাগ স্বীকার করা দরকার প্রস্তুত আছি আমি আছি আপনারা ও থাকবেন। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্ত কামনা করে। আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।