ওমর ফারুক ফেনী সদর প্রতিনিধি :-
আলহামদুলিল্লাহ ২৪ ই জানুয়ারি ২০২৫ সি কালর্ব রিসোর্টে সারা বাংলার এস এস সি আমরা ৯৩ এর চতুর্থ রিইউনিয়ন মেগা প্রোগ্রাম সুন্দর ভাবে সফল করতে সারা বাংলাদেেশের বিভিন্ন জেলা থেকে আগত আমরা ৯৩ র ৩০০০ রেজিষ্টেশান কৃত বন্দুরা ।।সকাল থেকেই আলাদা আলাদা বুথ থেকে যার যার *বেইজ, নাস্তা+ খাওয়ার টোকেন আমরা ৯৩ লঘু লাগানো টি সার্ট ও আইড়ি কার্ড সংগ্রহ করে মিলন মেলায় অংশ নেন, এডমিন বন্দু ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্টানের কার্জক্রম শুরু করা হয়,র্যাফেল ড্র ও শিল্পিদের মনমাতানো নাচ,গানের মধ্যদিয়ে অনু্ষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয় । অত্যান্ত মন মুগ্দকর এক পরিবেশে অনুষ্টান টি সফল ভাবে সম্পন্ন হওয়ায় মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সকল বন্ধুদেরকে ও কলা কৌশলীদেরকে আমরা ৯৩ ফেনী জেলার সকল বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি.
বিশেষ করে আমরা ৯৩,এর এডমিন মুহাম্মাদ ওমর ফারুক ও এর সাথে যুক্ত যে সকল বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের ফলে এমন সুন্দর একটি প্রোগ্রাম সাকসেস হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের এই প্রোগ্রামটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ
প্রতিটি বন্ধুর সৎ উদ্দেশ্যের সমন্বয়ে একটি প্রোগ্রাম সাকসেস হয়, এখানে ও তার ব্যাতিক্রম হয়নি
ধন্যবাদ বন্ধুরা