মোঃ নাজিম মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি –
মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনার মাধ্যমে উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন ইউএনও মাখন চন্দ্র সূত্রধর।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
উল্লেখ্য, মতবিনিময় সভায় সাংবাদিকরা কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেন। ইউএনও মাখন চন্দ্র সূত্রধর সবাইকে সহযোগিতার আশ্বাস দেন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।