উদ্বোধক ডাঃ আনোয়ারুল হক
সভাপতিত্ব করেন জনাব আঃ রউফ স্বাধীন আহ্বায়ক খালিয়াজুরী উপজেলা বি,এন,পি
সঞ্চানলায় জনাব মাসুদ রানা সাবেক আহ্বায়ক খালিয়াজুরী উপজেলা বি,এন,পি
ছয় জন সাধারণ সম্পাদক পদে ও দুই জন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন,
আঃ রউফ স্বাধীন আনারস প্রতিকে ৩১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন,তার নিকটতম প্রতিদ্বন্দী কৃষ্ণপুর হাজী আকবর আলী কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ ছাতা প্রতিকে ১০৭ ভোট পেয়ে পরাজিত হন,সাধারন সম্পাদক পদে জনাব মাহবুব রহমান কেষ্ঠ ৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক মই মার্কা প্রতিক নিয়ে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দী নাজমুল হাসান আরিফ ৯৭ ভোট পেয়ে তালা প্রতিকে পরাজিত হন, তাছাড়া তরিকুজ্জামান তুরু ফুটবল প্রতিকে ৮০ , ইদ্রিস আলী মোল্লা মাছ প্রতিকে ৮০ আরিফুজ্জামান উজ্জ্বল মোরগ প্রতিকে ৩৭ ও এরশাদুল আলম শাহিন চশমা প্রতিকে ৪৩ ভোট পেয়ে পরাজিত হন,