মোঃ মাসুদ রানা বগুড়া
বগুড়া শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের গাংনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটির বাণিজ্য চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে, যা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পার্শ্ববর্তী ফসলি জমি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকরা জানান, এই অবৈধ কার্যক্রমের কারণে নদীর তীরবর্তী জমি দ্রুত ভেঙে যাচ্ছে, যা তাদের চাষাবাদের জন্য বিপর্যয় সৃষ্টি করছে।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।