মো: জোবায়ের আহমেদ গাজীপুর
গাজীপুরের শ্রীপুর তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটিতে, অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে ১নং যুগ্ম আহবায়ক করায়, তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় শ্রমিক দলের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি বাদ আছর তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বন্ধুকশি ও সাধারণ সম্পাদক আমিনুল হক-এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল হয়। বিভিন্ন সড়ক অতিক্রম করে এমসি বাজার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বন্ধুকশি, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা সাবেক শিল্পাঞ্চল শ্রমিক দলের সহসভাপতি হান্নান মুন্সী, ইউনিয়ন যুবদল নেতা নাজমুল হুদা, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাহামুদ চাঁন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সাবেক ছাত্র নেতা ফাহাদ আহমেদ ফাহিম প্রমুখ।