জিয়াউর রহমান জিয়া রাজীবপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে রাজীবপুর উপজেলা বিএনপি’র এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার ও আজিজুর রহমান।
কর্মী সভায় জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেলসহ রাজীবপুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সংগঠনকে সুসংগঠিত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে দলের শক্তিশালী কাঠামো গড়ে তুলতে হবে।” তারা আরও বলেন, “আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বকে আরও সুসংহত করতে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।”
সম্মেলনে দলীয় নেতাকর্মীরা আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও সুদৃঢ় করার