মোহাম্মদ শহিদুল্লাহ,কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌ-ঘাটের নাফ নদীতে থেকে ১৯৬ কেজি ওজনের একটি বিশালাকৃতির ভোল মাছ ধরা পড়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শাহ পরীর দ্বীপের নাফ নদীর ঘোলার চর এলাকায় স্থানীয় জেলে কালা ফকিরের মালিকানাধীন বোট টানা জালে মাছটি আটকা পড়ে। পরে তা ২ লাখ টাকায় বিক্রি হয়।
শাহপরীর দ্বীপ ট্রলার মালিক হাসান জানান, সকালে নাফ নদীর মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘণ্টাখানেক পর যখন জাল টানা হয়, তখন দেখা যায়, ছোট মাছের সঙ্গে বিশাল ভোল মাছটিও আটকা পড়েছে। পরে জেলেরা রশি বেঁধে মাছটি টেনে চরের ওপরে তোলে। এরপর শাহ পরীর দ্বীপ জেটিঘাটে নিয়ে যাওয়া হয়, যেখানে এটি দেখতে ভিড় করেন অনেকে।
নৌকার মাঝি মনির বলেন, ৮ বছর পর নদীতে জাল প্রথম ফেলেছি বড় ভোল মাছটি ধরা পরে আমরা অনেক খুশি। আমরা ৩ লাখ টাকা দাম হাঁকা হলেও, শেষ পর্যন্ত ২ লাখ টাকায় বিক্রি করা হয়।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়লেও এত বড় মাছ সাধারণত দেখা যায় না। সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা মানার কারণে মাছগুলো অনেক বড় হওয়ার সুযোগ হয়েছে, যা জেলেদের জন্য লাভজনক।
এদিকে মাছটি বাজারে বিক্রির জন্য মাইকিং করা হচ্ছে। মাছ ব্যবসায়ী আবদুর শুক্কুর বলেন, প্রায় ১৯৬ কেজি ওজনের মাছটি ২ লাখ টাকায় কেনা হয়েছে। সকালে টেকনাফ উপরের বাজারে কেটে ১কেজি ১৭০০ টাকা করে বিক্রি করা হবে।