আদিলুর রহমান, গফরগাঁও ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের নগরপাড়া গ্রামে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা নুরুল আমিন খোকনের জমি এবং চলাচলের রাস্তা প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা করছেন জেবুন্নাহার জেবা ও তার সহযোগীরা বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুল আমিন খোকন ও জেবুন্নাহার জেবার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জেবুন্নাহার জেবা তার সহযোগী শাহাব উদ্দিন, আতাব উদ্দিন, মহিউদ্দিন শান্ত ও কবিরকে সঙ্গে নিয়ে খোকনের বাড়ির একমাত্র চলাচলের রাস্তা, নিগুয়ারী ইউনিয়ন পরিষদের চার শতাংশ জমি এবং সরকারি ২৭ শতাংশ খাস জমিতে ইটের দেয়াল তুলে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করেন।
অভিযোগ রয়েছে, জেবুন্নাহার জেবার নিজস্ব ২-৩ শতক জমি থাকলেও তিনি প্রভাব খাটিয়ে সরকারি খাস জমি দখলের চেষ্টা করছেন। বাউন্ডারি নির্মাণের ফলে নুরুল আমিন খোকনের বাড়ি থেকে বের হওয়ার বিকল্প কোনো পথ থাকছে না।
নুরুল আমিন খোকন দখল ও নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে শারীরিকভাবে আক্রমণ করতে উদ্যত হন। তার চিৎকার শুনে করিম বেপারি, আব্দুল মতিন, হযরত আলীসহ স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
এলাকাবাসীর দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ ঘটনায় নুরুল আমিন খোকন পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি ফেরদৌস আলম ) জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।