রফিক আহমেদ,কানাইঘাট, সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলাধীন,ছোটফৌদ আদর্শ তরুন সমাজ মমতাজগঞ্জ-এর ছয় মাস ব্যাপি মসজিদ ভিত্তিক কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে দ্বিতীয় বারের মতো এ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
উক্ত সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোঃ শাহরিয়ার তানভীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ গণী এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি জনাব মামুনুর রশিদ (চাকসু) মামুন।
তিনি তার বক্তব্যের শুরুতে পবিত্র ক্বোরআন মাজিদের মুজিযা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং অর্থসহ বুঝে পড়ার পরামর্শ দেন। তার পর তিনি ছোটফৌদ আদর্শ তরুন সমাজের সকল কার্যক্রম ও কুরআন প্রশিক্ষণের সুন্দর উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবাইকে পরামর্শ প্রদান করেন এবং তিনি সবসময় নিজের সর্বোচ্চ টুকু দিয়েও সহযোগিতা করার কথা বলেন। পরিশেষে উক্ত সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান। বিশেষ করে যারা দেশ ও প্রবাস থেকে অর্থ, মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন। সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সিলেটের এডিশনাল জেলা জজ আদালতের বিজ্ঞ সহকারী পাবলিক প্রসিকিউটর জনাব মোহাম্মদ এডভোকেট ফখরুল হক, প্রধান আলোচক জনাব খলিলুর রহমান বিশিষ্ট্য সাংবাদিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গনঅধিকার পরিষদের দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক জনাব আবুল মনসুর সাজু চৌধুরী, শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস জনাব মুফতি এবাদুর রহমান, কানাইঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব ফয়সল আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েস আহমদ, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান পদ প্রার্থী জনাব আলমগীর চৌধুরী, সিলেট বিভাগের শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার ফারজুক আহমদ, ১নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, আল হেরা মাদ্রাসার পরিচালক মাহবুবুর রহমান, বিএনপি নেতা জামাল আহমদ তাইসির, হাজী শরিফ উদ্দিন, আব্দুন নুর সাহেব, হোসাইন আহমেদ, সভাপতি কানাইঘাট এসোসিয়েশন কিন্ডারগার্টেন। বিশিষ্ট্য ব্যবসায়ী সালেহ আহমদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছয় মাস ব্যাপি মসজিদ ভিত্তিক কোরআন প্রশিক্ষণের সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের মূল দায়িত্ব সার্বিকভাবে তদারকি করেছেন অত্র সংঘটনের সম্মানিত উপদেষ্টা জনাব হাফিজ শাহিন আহমদ, মাষ্টার জহির উদ্দিন চৌধুরী, কামরুল আলম, সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হাফিজ আব্দুল মুমিন, অর্থ সম্পাদক জিবান আহমদ, সহ-সভাপতি আতাউল গনি দিলু, সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমদ মিজান, সহ-অর্থ সম্পাদক আব্দুল হামিদ, সদস্য হাফিজ আহমদ, পাভেল আহমদ, কাদির আহমদ প্রমুখ।
এছাড়া উক্ত কোরআন প্রশিক্ষণে ৬ টি শাখায় কোরআন প্রশিক্ষণ দেওয়া হয়, মোট জ্ঞান পিপাসু সকল শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
২০২০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত উক্ত সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আর্থিক সহযোগিতা, বন্যাকবলিত গ্রামে ত্রাণ বিতরণ, প্রতি রমজানের পূর্ব মুহূর্তে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ, করোনা কালীন সময়ে মানুষকে সচেতনতা বৃদ্ধি, এবং ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, রাস্তাঘাটের সংস্কার কাজে অংশগ্রহণ ছাড়া ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে ইউনিয়ন ব্যাপি মেধা কার্যক্রম দ্বারাবাহিক ভাবে পরিচালনা করে আসছে। এছাড়াও আরো অনেক সামাজিক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে।