এস এন নূর: ক্রাইম রিপোর্টার বগুড়া জেলা:–
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বগুড়া শহরের মাটিডালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো নাটোর জেলা সদরের চক শ্রীমান্তপুর এলাকার মৃত সোহবান খাঁ’র ছেলে সোহেল খাঁ (৪৪) ও একই উপজেলার দক্ষিণ বড়গাছা এলাকার মৃতত আবুল হাসেমের ছেলে শাজাহান আলী (৫৪)।
বগুড়া ডিবি পুলিশের কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি’র একটি অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাাইভেট কার তল্লাশী করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।