- এম এ হাশেম,সন্দ্বীপ চট্টগ্রাম:-
নোয়াখালীর ভূমিদস্যুরা জোরকরে সন্দ্বীপের সাবেক ন্যমস্তি ইউনিয়ন (যা জেগে ওঠা ভাসানচর) কে হাতিয়ার অংশ করে নেয়। সন্দ্বীপবাসির শত আন্দোলন সংগ্রামও মন গলেনিই তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা ওবাইদুল কাদের সাহেবের, একক আধিপত্যে এটা হাতিয়ার করা হয়।
জুলাই বিপ্লবের পর নতুন করে সন্দ্বীপবাসি স্বপ্নদেখে তাদের ভূমি তাদেরই হবে, দখলদার হাতিয়াকে বিদায় করবে। তবে সেখানে বাঁধা হয়ে দাঁড়াই নতুন আরেক ভূমিদস্যু।মূলত নোয়াখালী অন্ঞ্চলের যেই নেতা হয়ে আসে সেই হয়ে ওঠে ভূমিদস্যু এটাই তাদের ঐতিহ্য।
সীমানা নির্ধারণ নিয়ে আজ (১০ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কার্যলয়ে দ্বিতীয় ও শেষ মিটিং হয় হাতিয়া-সন্দ্বীপবাসির সাথে। যেখানে কাগজ কলম ও ম্যাপসহ সমস্ত ডকুমেন্ট বলছে এই চর সন্দ্বীপের। এমনকি হাতিয়ার পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য আর ২০২১সালের কাদের সাহেবের জোর করে পাস করানো গেজেট ছাড়া আর কিছুই দেখাতে পারেনিই।
তাই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়ে আর কোন মিটিং হচ্ছে না। সব ডকুমেন্ট যাচাই বাচাইয়ের জন্য সরকারের ঊধ্বর্তন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত আসবে।।
তবে আশার আলো হচ্ছে, সন্দ্বীপবাসীর পক্ষে সিদ্ধান্ত আসবে, এই ভূমি সন্দ্বীপেরই হবে। নব্যভূমি দস্যুরা হেরে যাবে আমাদের দাবিও এটাই নথিপত্র যদি বলে এই ভূমি সন্দ্বীপের তাহলে আমাদের বুঝিয়ে দিন, যদি বলে হাতিয়ার তাহলে তাদের বুঝিয়ে দিন!কাগজ কলম আর নথিপত্র কথা বলবে, মনগড়া বক্তব্য দিয়ে নয়!
আলো আসবেই সন্দ্বীপবাসি….