মো:ইকবাল হোসেন,সিলেট:
সিলেট শহরের মেন্দিবাগ ও টিলাগড় থেকে বয়ে আসা গাজী বোরহানউদ্দিন রোড সংযুক্ত হয়েছে গাছবাড়িও কানাইঘাটের ইন্ডিয়া বর্ডারে
গত কয়েকদিন থেকে গাজী বোরহান উদ্দিন সড়ক দিয়ে রাতের অন্ধকারে ইন্ডিয়া থেকে চুড়ায় পথে নেমে আসা ইন্ডিয়ান গরু, মহিষ,চিনি, কসমেটিক,সহ মাদকদ্রব্য
রাত ১০ টা থেকে ৪টা পর্যন্ত গাড়ি ভর্তি করে নিয়ে যায় এসব জিনিস দেশের বিভিন্ন স্থানে অপরাধি চক্ররা৷
সিলেট থেকে জাপলং বয়ে যাওয়া তামাবিল রোডে পুলিশ,, সেনাবাহিনী ও বিজিপির চেকপোষ্টে তল্লাশি ও কটুর নিরাপত্তার কারণে অপরাধী চক্ররা বিকল্প পথ বেঁচে নিয়েছে গাজীপুরহান উদ্দিন সড়ক।
এসব প্রাণী পাচার ও অবৈধ পণ্য এই সড়ক দিয়ে চলে যায় দেশের বিভিন্ন স্থানে।