মারুফ আলম,সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ :
একজন প্রকৃত ধর্মপ্রাণ মানুষ সমাজে যেমন নৈতিকতা ছড়িয়ে দেন, তেমনি সমাজ গঠনে রাখেন অমূল্য অবদান। তেমনই একজন মানুষ মোহাম্মদ কামরুজ্জামান, যিনি বর্তমানে শাহজালাল মসজিদ, জেলে পাড়া পোল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-এ ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে আসা এই মানুষটির জীবনে নৈতিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের গল্প আছে প্রতিটি পরতে।
সাক্ষাৎকারে তিনি জানান:
“আমি চেষ্টা করি, মসজিদে শুধু নামাজ পড়ানো নয়, বরং মুসুল্লিদের জীবনে ইসলামকে বাস্তবিকভাবে ধারণ করতে শেখাতে। কারণ ইসলাম শুধু নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।”
শিক্ষাজীবনে কামরুজ্জামান সাহেব কুরআন-হাদিসের গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামী ইতিহাস, ফিকহ এবং সমাজবিজ্ঞান নিয়েও পড়াশোনা করেন। তিনি বলেন, “যুবসমাজকে যদি আমরা সত্যিকারের ইসলামের দিকনির্দেশনা দিতে পারি, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে।”
স্থানীয় মুসল্লিদের মতে, তাঁর কথা ও আচরণে এক ধরনের প্রশান্তি আছে। জুমার খুতবায় তিনি সামাজিক সমস্যা, পারিবারিক বন্ধন, এবং নৈতিকতা নিয়ে বাস্তবধর্মী আলোচনা করেন, যা তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, “আমাদের সমাজে ধর্মের আলো ছড়াতে হলে আগে নিজেকে বদলাতে হবে। আমি চেষ্টা করি নিজে ভালো হতে, তারপর অন্যকে ভালো করার চেষ্টা করি।”
শুধু মসজিদের ভেতরে নয়, এলাকার যেকোনো বিপদে বা সামাজিক কাজে মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত থাকেন সবার আগে। তাই এলাকাবাসীর কাছে তিনি শুধু একজন ইমাম নন, একজন পথপ্রদর্শক, সমাজ সংস্কারকও।
মোহাম্মদ কামরুজ্জামানের মত আলোকিত মানুষদের জন্যই আজও অনেক মানুষ ইসলামকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছে। তাঁর মত ইমামরা সমাজকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার নীরব বিপ্লবী, যাঁদের প্রতি রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।