বিল্লাহ হোসেন বাঁধন, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন আলম হাসান। ‘‘১৬ এপ্রিল’’ বুধবার উপজেলার নিজ বাড়িতে প্রায় দুই মণ দুধ ব্যবহার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলম হাসান সেজাবহ এলাকার বাসিন্দা। কিছুদিন আগে তিনি শর্মীলা নামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর দুজনে একসাথে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হন। তবে রানিং মাসের ২ তারিখে শর্মীলা তাকে তালাক দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।
.
আলম হাসান জানান, আমি শর্মীলাকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন ও আশা নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু কেন জানিনা হঠাৎ করেই সে ডিভোর্স দিয়ে চলে যায়। আমি তার কাবিননামার ৩ লাখ টাকা বুঝিয়ে দিয়েছি। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।
এলাকাবাসীদের মতে, এধরনের আচরণ ও বিষয় এলাকায়, আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে ভাইরাল হতে চাওয়া স্টান্ট বললেও, অনেকেই আলমের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন।