মার্শাল খালিদ, দিনাজপুর:
১৯ এপ্রিল ২০২৫ ইং, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের দীর্ঘ পথচলার পর আজ নবম বৎসরে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রেবেকা মতিন চৌধুরী,সভাপতি ঘোড়াঘাট সাহিত্য পরিষদ এবং সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ঘোড়াঘাট উপজেলা পরিষদ। আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব জাকির আহমদ (সাধারণ সম্পাদক, বিভাগীয় লেখক পরিষদ রংপুর), প্রধান আলোচক সুলতান আহমেদ সোনা (জেনারেল সেক্রেটারি, এফসাকল),বিশেষ অতিথি জনাব মোঃ মনিরুল ইসলাম (অধ্যক্ষ,ঘোড়াঘাট সরকারি কলেজ), সঞ্চালনায় ছিলেন মাসুদ রাণা ( সাধারণ সম্পাদক,ঘোড়াঘাট সাহিত্য পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সিনিয়র সহঃ সভাপতি কবি মোকছেদ আলী, রুহুল আমিন, শান্ত আহমেদ (দিনাজপুর) ও অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সাহিত্য পরিষদের পক্ষ থেকে ‘ ❝সাহিত্য পত্র -৭❞ এবং লেখক আব্দুল লতিফ এর ধর্মীয় গ্রন্থ ❝আল্লাহর আদেশ-নিষেধ❞ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। রানিগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনে সারাদিন ব্যাপি সাহিত্য আলোচনা, কবিতা পাঠ,এবং অন্যান্য সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে এক জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।