শাহজালাল মিয়া, সখিপুর ( টাংগাইল):
টাংগাইল জেলা সখিপুর উপজেলার পূর্ব ঘোনারচালা আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ বাড়ির পাশের ধানক্ষেত থেকে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল), ভোরবেলা উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ।
আমিনা বেগম সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ, পরিবার ও স্হানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে মোবাইলে স্বামীর সাথে কথা বলার জন্য বাহিরে বের হন পরবর্তীতে ঘরে ফিরে না আসলে অনেক খোঁজাখুজি করার পর ভোর রাতে বাড়ির পাশে ধানক্ষেতে লাশ দেখতে পান। পরে সখিপুর থানা পুলিশকে জানালে ভোরে ওসি মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সার্জনের নিকট প্রেরণ করেন।
মামলা রুজুর ১২ ঘন্টার ভিতরে মামলার মূল রহস্য উদঘাটন ও একমাত্র আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
উক্ত ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার সখিপুর থানার একটি চৌকস টিম দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানাধীন করটিয়া এলাকা হইতে হত্যার সাথে জড়িত একমাত্র আসামী মোঃ এনামুল হক (৪১) পিতা-মোঃ হযরত আলী, মাতা-মোছাঃ আমেনা বেগম সাং-যোগাদহ, থানা-কুড়িগ্রাম সদর,জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী আমেনা বেগমকে হত্যার কথা স্বীকার করেছে।আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।