মো:অলিউর রহমান তানভীর,শ্রীমঙ্গল:
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শ্রীমঙ্গল সরকারি কলেজ হইতে চৌমুনাচক্তর দিয়ে শ্রীমঙ্গল স্টেশন রোডে এসে শেষ হয় এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা মোশাররফ হোসেন রাজ,
রুহেল আহমেদ,শাহিন আহমদ তুষার,
শহিদুল ইসলাম
আাকাশ আহমেদ,
শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদল নেতা সামাদ আহমেদ,
মোবারক হোসেন মোস্তফা,এহসানুর রহমান, সোহান আহমেদ,এছাড়াও আরো অনেক নেতাকর্মী এই মিছিল অংশগ্রহণ করেছে।
#মানববন্ধন #পারভেজ_হত্যার_বিচার_চাই
#ছাত্রদল #JCD