মোঃ হুমায়ুন কবির,ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজার জুয়েলারি দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ডিলিং লাইসেন্স না থাকায় ৮টি জুয়েলারি দোকানকে জরিমানা করা হয়।
বুধবার (২৪ এপ্রিল ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর শহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন।
অভিযানে সূত্রে জানা গেছে, দোকানগুলো ডিলিং লাইসেন্স ছাড়াই স্বর্ণ ও মূল্যবান ধাতুর ব্যবসা পরিচালনা করছে। এতে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মালিকরা হলেন, রনজিদ বনিক, অশিষ বিশ্বাস, রনজিদ পাল, অসিম পাল, কাজল চন্দ্র দাস, সুমিত বনিক, প্রদীপ সাহা ও নান্টু বনিক এ বিষয়ে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন,ডিলিং লাইসেন্স ছাড়া স্বর্ণ ও মূল্যবান ধাতুর ব্যবসা করা আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি জনস্বার্থ ও ভোক্তাদের নিরাপত্তার সঙ্গে জড়ি