মোকলেসুর রহমান বাবু,নীলফামারী:
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কানিয়াল খাতা গাবতলা জামে মসজিদটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বলে জানান মুসল্লী বৃন্দ, তারা বলেন বলেন মসজিদের ৩০ শত জমির মধ্যে বাজার রয়েছে,বাজারের আয় দিয়ে মসজিদটি পরিচালিত হয়ে আসতেছে , মসজিদের বাজারের জমিতে ঘর তুলে দখল করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে, এলাকায় মামলা হামলা সহ মসজিদের মোতায়াল্লি ও কমিটি সদস্যদের কে মেরে ফেলার হুমকি এবং ভযভীতি প্রদর্শন করতেছে , কেউ যেন তার দখলদারির বিরুদ্ধে মুখ না খোলে, তাই এলাকাবাসী ও মুসল্লীবৃন্দ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে চাঁদাবাজ মোজাহারুল ইসলাম তার ছেলে মানিক এবং বিভিন্ন সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।এলাকাবাসী আরো জানান, এ এই মোজারুল ইসলাম একজন মামলা হামলা বাজ ব্যক্তি, ওয়াকফ স্টেট থেকে কমিটি অনুমোদন দেওয়ার পরেও বাজারের মাসিক ভাড়া আদায়ে বাধা প্রদান করতেছে, তাকে চাঁদা না দিলে,ভাড়া তুলতে দিবেনা,এ নিয়ে এলাকায় অপ্রীতিকার পরিস্থিতি ঘটতে পারে , তাই দখলবাজ মোজাহারুল বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধা জ্ঞাপন করেন নীলফামারী সহ দেশবাসী কাছে আইনের সুষ্ঠু বিচার চায় কানিয়াল খাতা গাবতলা জামে মসজিদের মুসল্লী বৃন্দ ও মসজিদ কমিটি।