জাহাঙ্গীর আলম, রংপুর:
খুলনা থেকে আগত একটি মালবাহী ট্রাক রংপুর টার্মিনালে চার মুখী রাস্তায় ইউট্রান নিতে গিয়ে সজোরে একটি যাত্রীবাহী বাস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ । স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী সেখানে কোন আহত বা নিহত এর ঘটনা ঘটেনি ঘটনা স্থলেই গাড়ির হেলপার এবং ড্রাইভার দুজনেই পলাতক ।