মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ,সুনামগঞ্জ:
শনিবার রাতে থানার এসআই মো. সাকিব হোসেন, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মো. লুৎফুর রহমান, এএসআই হুমায়ূন কবির বাহার, এএসআই ভানু লাল রায় ও এএসআই মো. জাহাঙ্গীর আলম মজুমদার সহ একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এজাহারনামীয় পলাতক আসামী পৌর সদরের ইকড়ছই গ্রামের আরজু মিয়ার ছেলে মো. চৈল উদ্দিন মিয়া (৪৯), দুই বছরের সশ্রম কারাদন্ড আসামী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা আব্দুল মন্নানের ছেলে বদরুল আলম (২৮) ও এয়ারপোর্ট থানার গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের মৃত আব্দুল ছায়েদ মিয়া ছেলে মো. আক্তার হোসেনকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলাসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত আসামীদের রবিবার পুলিশ হেফাজতে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।