এস আলম ,জামালপুর:
জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলার নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি। এনজিও সমন্বয় কমিটির সভা সঞ্চানালয়ে ছিলেন, জামালপুর সদর উপজেলার সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন,সভায় আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল বিন আতিক।
এ সময় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সকল এনজিও প্রতিনিধিগন ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।