এম এ হাশেম, সন্দ্বীপ:
” দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস ভাই,লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৫ পালন উপলক্ষে আদালত প্রাঙ্গন হতে
সকাল ১০ টায় এক র্যালী বের করা হয়।এতে দিবসের লোগো ও স্লোগান সম্বলিত সাদা টিশার্ট পরিহিত র্যালীটি উপজেলা প্রধান সড়ক হয়ে পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, লিগ্যাল এইড কমিটি ও উপজেলা চৌকি আদালতের যৌথ উদ্যোগে
২৮ এপ্রিল,সকাল সাড়ে ১০ টায়, উপজেলা লিগ্যাল এইড কমিটির সেক্রেটারী এডভোকেট মঞ্জুরুল আমীনের সঞ্চালনায় সন্দ্বীপ আইনজীবী মিলনায়তনে
অনুষ্ঠিত দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায়
সভাপতিত্ব করেন- সন্দ্বীপ সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট মুহাম্মদ বেলাল হোছাইন।
সন্দ্বীপ আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি
এডভোকেট নিজামউদ্দিন এর শুভেচ্ছা বক্তব্যের পরে
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন – বেসরকারী সংস্থা নিজেরা করি ‘ র সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার
রহমান, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা সমাজসেবা অফিসার মোহসীন আলম, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আবদুল আলীম, সন্দ্বীপ আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র এডভোকেট হেফজুল কবীর, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ একেএ সফিকুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মানস বিশ্বাস। বক্তারা তাদের বক্তব্যে বলেন – আইনগত সহায়তা প্রাপ্তি সম্পর্কে বিচারপ্রার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে, পাশাপাশি আইনী দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতার
দুর্বলদিকগুলো তারা তুলে ধরে বলেন – দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তি তে প্রয়োজনীয় আইনী সংস্কার দরকার,
তা না হলে বিচারপ্রার্থীদের ভোগান্তির শেষ হবে না