বিল্লাল হোসেন বাঁধন, গাজীপুর:
কালিয়াকৈর, গাজীপুর মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কালিয়াকৈর উপজেলা শাখার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত আজ
(১ মে ২০২৫), আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সকাল ১২ টায় শফিপুর বাজার মেইন রোডে প্রদক্ষিণ করে র্যালিতে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন, কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো: জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। এতে উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।সভাপতি মো: জিয়াউর রহমান বলেন, “মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। ইসলামী শ্রমিক আন্দোলন সবসময়ই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে এবং যাবে।” সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, “ইসলামী দৃষ্টিকোণ থেকে শ্রমিকের মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” আয়োজনে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায়ভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সভাপতি মো আল আমিন খান সাধারণ সম্পাদক মুফতি মুরশেদ হোসেন যুব আন্দোলনের সভাপতি মো: হাফেজ আজিজুল হক ও সাধারণ সম্পাদক-মেহেদী হাসান, সহ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো ওমর ফারুক প্রমুখ, সাধারণ সম্পাদক মুহা গোলাম রাব্বী।