রাশেদ ইমরান লিখন, কুড়িগ্রাম :
আজ বৃহস্পতিবার, ১লা মে, মহান মে দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলার কলেজ মোড়ে অবস্থিত অস্থায়ী পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস।
তিনি বলেন, “২৪-এর স্বাধীনতা বৃথা হতে দেওয়া হবেনা। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা এনসিপি সংগঠক মুকুল মিয়া।
তিনি বলেন, “এই দেশে শ্রমিকরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।