হাজী আবু কাউছার,নরসিংদী :
নরসিংদী রায়পুরায় টঙ্গী থানা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সাধারণ সম্পাদক ও তরুণ সংগঠক মাও: রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে বৃহস্পতিবার রাধানগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় এ মানববন্ধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী হোসেন শাহা আল মাইজভাণ্ডারী। এসময় তিনি বলেন মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যারকারিদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে জোর দাবি জানান। প্রশাসন আসামীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে আবারো রাজপথে আন্দোলনে নামার ডাক দিবেন। এবং প্রয়োজনে সারাদেশ ব্যাপী ‘টঙ্গী লংমার্চ’ ডাকারও হুশিয়ারি দেন তিনি।
এছাড়াও হাফেজ মোঃ গোলাম রাব্বি আল মাইজভাণ্ডারী পরিচালানায় আরো উপস্থিত ছিলেন হযরত মাও: জাফর আহম্মদ আনসারী, মাও: ক্বারি হাবিবুর রহমান হবিগঞ্জ, মাও: মো: শাহীন আলম আল কাদরী, মাও: হাফেজ মোঃ আমিনুল ইসলাম হবিগঞ্জ, হযরত মাও: জোবায়ের হোসেন, হযরত মাও: আক্তারোজ্জামান, হযরত মাও: শামীম হাসান লক্ষিপুরী, হযরত মাও: হাফেজ ফজলুল হক প্রমুখ।