মোঃ আশিক, টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কালিবাড়ী লাঙ্গলীয়া নদীর ওপর প্রায় ৩১ বছর আগে নির্মিত সেতুটির এখন বেহাল দশা। সেতুটি দিমুখা কালিবাড়ী দৈনিক বাজার এর সাথে, পণ্যবাহী গাড়ি সহ হাজারো মানুষের নদী পারাপারের মাধ্যম একমাত্র এই সেতু, সেতুটি একাধিক স্থানে ভেঙে পড়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা সম্পূর্ণরূপে ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, স্থানীয় বাসিন্দাদের জোর দাবি সেতুটি দ্রুত সংস্কারের।
কালিহাতী উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম সেতুটি পরিদর্শন করে জানান। জমি অধিগ্রহণের বরাদ্দ পেলেই নতুন সেতুর টেন্ডার ডাকা হবে। এবং চলতি অর্থবছরেই নির্মাণ কাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম জানান, সেতুটি দ্রুত জনগণের চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা নেওয়া হবে।