জামাল উদ্দিন, বাজিতপুর :
বাজিতপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব তোফাজ্জল হোসেন (বাদল)
তোফাজ্জল হোসেন বাদল স্যারের প্রচেষ্টায় বাউবি পরিচালিত বিএ/ বিএসএস স্টাডি সেন্টারের অনুমোদন পেয়েছে বাজিতপুর সরকারি কলেজ,
দীর্ঘদিন পরিশ্রম করার পর আজকে বাজিতপুর সরকারি কলেজ সফল হয়েছেন।
তিনি বলেন, বাজিতপুর নিকলির সাবেক এমপি ১৭ বছরেও যেটা করতে পারেননি উনি মাত্র কয়েক মাসে করে দেখিয়েছেন,
তিনি একান্তভাবে ধন্যবাদ জানান,উনার বন্ধু উপচার্য প্রফেসর ডঃ এবিএম ওবায়দুল ইসলাম ও পরিচালক জনাব মোঃ আলী দ্বয়কে।
বাজিতপুরের
একজন ঝরে পড়া শিক্ষার্থীর কিছু কথা,
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বিএ শাখায় ভর্তি হয়েছেন কিশোরগঞ্জ,
তিনি বলেন ভর্তি হয়েও ওখানে যাওয়া-আসা অনেক কষ্টকর হয়ে যায়,
সকালে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়,
আসার সময় সিএনজিতে করে আসতে হয়, আসা-যাওয়া রাত হয়ে যায়, তাই তিনি ভর্তি হয়েও পরীক্ষা দিতে পারেননি, আজকে তিনি একান্তভাবে ধন্যবাদ জানিয়েছেন বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব তোফাজ্জল হোসেন বাদল স্যার কে, শিক্ষার্থী বলেন, আজকে আবার নতুন করে বাজিতপুর সরকারি কলেজে ( উন্মুক্ত) শাখায় বিএ ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন।
২০২৬ ব্যাচে থেকে ভর্তি চলবে।
Leave a Reply