অজিত কুমার দাশ ছাতক সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুরস্থ কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার। শুক্রবার দুপুরে প্রতিষ্ঠান হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়েছ উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রাজন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের মেশিগান সিটির সাবেক কাউন্সিলর বৃক্ষপ্রেমি কাজী মকসুদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, ছাতক উপজেলার সহকারী কমিশনার ভুমি আবু নাছির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা কর্মকর্তা কাজী মহসিন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সদরুল আমীন সোহান। উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, মারকাজুল উলুম বালিকা মাদরাসা মৈমাপুরের মুহতামিম মাওলানা কামাল উদ্দিন, বিএনপি নেতা সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালেব তালুকদার, মাস্টার ফয়েজ আহমদ, হাসান আহমদ, রাশেদ চন্দ্র রাহুল, আবদুস ছোবহান, আবুল হাসনাত প্রমুখ।
অনুষ্ঠানে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী ও একাডেমির শিক্ষকদের পক্ষ থেকে পৃথক ভাবে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দেওয়া দেয়। পরে প্রধান অতিথি একাডেমির শিক্ষকদের একটি ল্যাপটপ, শিক্ষার্থীদের একটি করে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করেন। এর আগে তিনি গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মাদরাসায় একটি ল্যাপটপ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন।