শামিম পাটোওয়ারী,কুঞ্জেরহাট:
ডাওরী, কুঞ্জেরহাট এবং কর্তারহাট এই প্রধান সড়কে সবসময় বেপরোয়া গতিতে গাড়ি চালায় হা-মীমের বাসগুলো। ছোট ছোট কোমলমতি শিশুদের জীবন নিয়ে অর্থ কামানোর নেশা আর কমবে না। গতকাল বড় ধরণের দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করেছেন নিষ্পাপ শিক্ষার্থীদের। হা- মীমের গাড়িটির যে অবস্থা তাতে বুঝা যায় ভয়াবহ গতিতে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রলির গতিও নিয়ন্ত্রণের বাইরে ছিলো। যেখানে এই দুর্ঘটনা ঘটেছে (ডাওরী বাজারের দক্ষিণে) সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
প্রশাসনকে অনুরোধ করবো, প্রধান সড়কে চলাচলের জন্য এসব স্কুলবাস উপযোগী কী না খতিয়ে দেখতে। রাতের বেলায় চলাচলেও কতটুকু নিয়মের মধ্যে চলছে?
হা- মীম একাডেমির প্রতিষ্ঠানে সবকয়টি যানবাহনে শিশুদের দিয়ে হেল্পার এর কাজ করানো হয়। এলাকা বাসি দাবি এ বিষয়টিও আমলে নেওয়ার অনুরোধ রইলো।