মো:সাইফুল, নিকলী(কিশোরগঞ্জ):
নিকলীতে সত্তরোর্ধ্ব বয়সী আল্লাদু বানু(৭৮) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার(৯মে সন্ধ্যার দিকে কারপাশা ইউনিয়নের মজলিশপুর সড়ক ব্রিজের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।নিহত বৃদ্ধা গুরই ইউনিয়নের গুরই গ্রামের বাসিন্দা ও মৃত মিরু মাঝির কন্যা।দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানা যায় পরিবার সুত্রে। বৃদ্ধা নিঃসন্তান বলেও জানা যায়।
থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় গতকাল সকাল ১১টায় বাড়ি থেকে বের হয়।বাপের বাড়ি মজলিশপুর হওয়ায় সেখানে এসে কৃষি জমি থেকে ধান কুড়াতে আসে।তীব্র গরম থেকেই স্ট্রোক করেছে বলে ধারনা করা হচ্ছে।সংবাদ পেয়ে নিকলী থানা পুলিশের উপপরিদর্শক জহির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপালের মর্গে প্রেরণ করেন।তবে এলাকাবাসী ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে দাবি জানিয়েছিলেন।আইনি জটিলতার কারনে সম্ভব নয় বলে থানার অফিসার ইনচার্জ জানিয়ে দেন।তবে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলেও তারা জানান। তার শরীরের কোন অংশে ক্ষত বা আঘাতের চিহ্ন নেই বলে উদ্ধারকারী কর্মকর্তা জানান।
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানান,একজন বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।লাশ মর্গে প্রেরণ করেছে।রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।