নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
জামালপুরে সেচ্ছাশ্রমের মাধ্যমে দরিদ্র কৃষাণীর ধান কেটে দিলেন বিএনপি কর্মীরা নওগাঁর মহাদপুরে ফলেছে আম্রপালি আম মাটি থেকে এক হাত উপরেই তার স্থান নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ কালিয়াকৈরে বিএনপির লিফলেট ও বই বিতরণ শুখানপুকুরীতে ধান কাটা নিয়ে থানায় মামলা চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ও কর্মচারী বরখাস্ত এই তিন দফার একটি বাকি থাকতেও ছাত্র জনতা রাস্তা থেকে উঠবে না-হাসনাত আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গোমস্তাপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায় সংবর্ধনা

চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ও কর্মচারী বরখাস্ত

  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৮ বার পঠিত

মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম (কুমিল্লা) :

 

ঘুষ নেওয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসের দুই সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। বরখাস্ত হওয়া দুইজন হলেন- মুন্সিরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এই দুই কর্মকর্তা সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ঘুষ নেওয়ার অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে তিনি ৭ মে এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ মে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। দুজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন জানান, সরকার বর্তমানে ভূমি সেবাকে পুরোপুরি ক্যাশলেস করেছে। নামজারি কিংবা ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবা এখন অনলাইনে সম্পন্ন করা যায়। এ অবস্থায় ভূমি অফিসে কোনো ধরনের নগদ লেনদেনের সুযোগ নেই। ইউএনও আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে এবং তাদের অফিসে আরও কেউ এমন অনিয়মে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.