মানিক ইসলাম,ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলা ভুল্লি থানার শুকানপুকুর ইউনিয়ন কালিকা গাও মুন্সিপাড়া আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি ভুল্লি থানা একটি মামলা করেন।
তিনি অভিযোগ করেন আমার জমি দীর্ঘ দিন থেকে আমি চাষাবাদ করে আসছি। এবারও ধান রোপণ করছি ১০-০৫-২০২৫ ইং তারিখে রাতের আধারে ধান কেটে নিয়ে যায় রফিকুল ইসলাম বনো মেম্বার।
আমি দিশেহারা হয়ে এলাকার লোকজন কে বললে তারা আমাকে বলে থানায় মামলা করতে বলে।
তাই আমি আইনের আশ্রয় নেই এবং ভুল্লী থানায় একটি মামলা করেছি। এ বিষয় রফিকুল ইসলাম বনো মেম্বার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার জমি আমি ধান কেটে নিয়েছি।
শুধু তাই না এলাকার সকল লোকজন জানে আমার জমি আমি দীর্ঘ দিন থেকে চাষাবাদ করে আসছি। অভিযোগ কারী আমিনুল ইসলাম তার কোন প্রকার কাগজ নেই। সে রেকড মুলে জমি দাবি করে এবং তার মা বিক্রি করে আমার দাদীর কাছে। এই জমি নিয়ে একটা মামলা চলমান আছে কোটে। শুধু তাই না আমি ধান রোপন করি তারা গত ৮-০৫-২০২৫ তারিখে ধান কাটতে আসলে আমিও ৯-০৫-২০২৫ তারিখে থানায় একটা অভিযোগ করি।
এই বিষয় ভুল্লী থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয় থানায় একটি মামলা হয়েছে।