সিকদার মোহাম্মদ সোহেল রানা,পটুয়াখালী :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী গণধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সি (১৭) অবশেষে গ্রেফতার হয়েছে। আজ বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে আটক করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উল্লেখ্য, ইমরান মুন্সি এই মামলার মূল অভিযুক্তদের একজন এবং ঘটনার পর থেকে পলাতক ছিল। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়।