লেমন পত্নীতলা (নওগাঁ):
নওগাঁর মহাদেবপুরের মাটির বাগান গুলোতে এমনই ফলেছে আম্রপালি আম। বাগান গুলিতে ঢুকেই দেখা মিলছে থোকায় থোকায় আম্রপালি আম, আরো দেখা মিলছে মাটি থেকে প্রায় এক হাত উপরেয় আমের ধোঁকা গুলি যেন ছোঁয়া যায়।
নওগাঁর মহাদেবপুর আম বাগানির সঙ্গে কথা বলে জানা যায় আগামী বছরের থেকেও এ বছরে তার আমের বাগানে ভালো ফলন এসেছে। সে আরো জানান সেই এ বছরেই আম চাষ করেছেন প্রায় বিঘা এক মাটিতে।