এইচ.এম রবিউল ইসলাম,লালমনিরহাট:
সোমবার (১২ মে) লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতে গত ১১ বছর আগে আওয়ামীলীগ সরকাররের সড়যন্ত্রমূলক সাজানো মিথ্যা মামলা জি.আর ৭১/১৬ থেকে বেকচুর খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী, অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু,
উল্লেক্ষ্য যে, গত ১১বছর আগে আওয়ামীলীগ সরকারের আমলে উত্তরবঙ্গের ম্যাজিশিয়ান রাজনীতিবীদ খ্যাত জননন্দিত জননেত আলোকিত লালমনিরহাটের রুপকার লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু মহোদয়ের উপর আনা সড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ১১বছর পর বেকচুর খালাশ পেলেন তাহলো- লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী শিমুলতলায় রাস্তায় ভাত রান্না করে খাওয়া