মো:আমিনুল ইসলাম, সন্দ্বীপ:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আকরাম খান দুলাল সড়কের নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই কর্মকর্তা হামলার শিকার হয়েছেন।
১২ মে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কর্মকর্তারা হলেন উপসহকারী প্রকৌশলী দিদারুল আলম এবং কার্যসহকারী মিজানুর রহমান।
সূত্র জানায়, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরেজমিনে গিয়ে অনিয়মের প্রতিবাদ করেন দুই কর্মকর্তা। এ সময় কাজের তদারকিতে নিয়োজিত ঠিকাদার মোশারফ হোসেনের শ্রমিক ইউসুফ, সাইফুল (১) ও সাইফুল (২) তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।
এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তারা ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “অপরাধীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলজিইডি’র পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা চলছে।