রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের দৌলতপুর থানা মসজিদ কর্তৃক আয়োজিত ইছালাহী মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। মাহ্ফিলে সভাপতিত্ব করেন দৌলতপুর থানা অফিসার্স ইনচার্জ ও থানা মসজিদের সম্মানিত সভাপতি – এ আর এম আল মামুন। মাহ্ফিল এ সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মোঃ আরফান আলী। মাহফিলের প্রধান আকর্ষণ ও প্রধান অতিথির বয়ান পেশ করেন – আল ইত্তেহাদ মা য়াল ইখতেলাফ মোতানৈক্য সহ ঐক্য নীতির প্রবর্তক হযরত কায়েদ সাহেব হুজুর রহ, প্রতিষ্ঠিত ঝালকাঠি এন এস কামিল মাদরাসা সহ ক্ষুদ্র ও বৃহৎ ৫২ টি প্রতিষ্ঠান নিয়ে গড়ে ওঠা নেছারাবাদ কমপ্লেক্স ঝালকাঠি এ সম্মানিত সেক্রেটারি জেনারেল হুজুর ও মহাসচিব বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন, জনাব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ মাসুম বিল্লাহ আযিযাবাদী সাহেব।প্রধান অতিথি বয়ানে বলেন আমাদের এই দুনিয়ায় জীবন এতোটাই ছোট্ট যে পরকালের জীবনের মাত্র স্থায়ীকালের ১.৫ সেকেন্ড মাত্র ।এই ছোট্ট জীবনের জন্য আমরা কত কিছু করে থাকি বাড়ি- গাড়ি অট্টালিকা তৈরিতে মত্ত হয়ে পড়ি কিন্তু সে অনন্ত জীবনের জন্য আমরা কিছু করি না যেখানে হাজার বছর, অনন্ত জীবন থাকতে হবে। তিনি বলেন আমরা এক মুসলিম ঈমানী ভাই ভাই, ইমানি ভাই মানে এক মায়ের পেটের ভাইয়ের সমতুল্য। নির্যাতিত মুসলিম থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে আমারা মুসলিম এই পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে , আমরা যে তরিকার, যে দলের অনুসারী হই না কেন আমারা এক কালিমার, এক আল্লার ইবাদত করি যার যার মতের ঊর্ধ্বে থেকে আমাদেরকে এক হতে হবে এক আল্লার, এক নেতা হযরত মোহাম্মদ (সাঃ) এর অনুসারী হলে তাহলেই বিশ্বের শান্তি এবং বিধর্মী দ্বারা নির্যাতিত বন্ধ সম্ভব।