লেমন,পত্নীতলা নওগাঁঃ-
নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ১৪ বিজিবি। আজ রোববার (১৮ মে) ভোরে কালুপাড়া সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠ থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচারসহ অবৈধ কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে।