রাশেদ ইমরান লিখন,কুড়িগ্রাম:
প্রেস বিজ্ঞপ্তি
সপ্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর এবং রাজার হাট উপজেলায় দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা কর্তৃক জরুরী খাদ্য সহায়তা হিসেবে ২০০০ প্যাকেট খাদ্য সামগ্রী এবং কুড়িগ্রাম সদর ও রাজার হাটে ৪০০ টি পরিবারকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে ৮০০ছাগল বিতরণ করে।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গৃহীত এ সহায়তা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে, তাদের শুধু তাৎক্ষণিক প্রয়োজন মেটানো নয়, বরং ছাগল পালন ও প্রজননের মাধ্যমে একটি স্থায়ী আয়ের উৎস তৈরি করে দীর্ঘমেয়াদে স্বনির্ভর করে তোলা। আশা করা যাচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো ধীরে ধীরে দারিদ্র্য থেকে মুক্ত হয়ে উন্নত জীবনের পথে এগিয়ে যাবে
প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি পেয়াজ, ২ কেজি তেল ও ১ কেজি লবণসহ মোট ২৪ কেজি ওজনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই সহায়তা কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা ২০০৭ সালে বাংলাদেশে তার কান্ট্রি অফিস প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, বিশুদ্ধ পানি, দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসনসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।