লেমন পত্নীতলা নওগাঁ :-
নওগাঁর নারী উদ্যোক্তার পুকুরে শত্রুতার জেরে কিটনাশন বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ওই পুকুরের প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকার মাছ মরে গেছে। বুধবার ১৫ মে রাতের কোন এক সময়ে পত্নীতলা উপজেলার গয়ারপুর গ্রামের মাছ চাষি নারী উদ্যোক্তা রিফা খাতুনের লিজকৃত পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
মাছ চাষি নারী উদ্যোক্তা রিফা খাতুন বলেন, আমার বাড়ি থেকে একটু দূরে তিন বছর মেয়াদের একটি পুকুর লিজ নিয়েছি। গত ১৫ মে বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে আমি আমার লোকজনদের নিয়ে আমার লিজকৃত পুকুরে পোনা মাছের জন্য খাবার দিতে যাচ্ছিলাম। পুকুরে যাবার পথিমধ্যে নূর ইসলাম কে দেখি আমার আমার পুকুরের দিক থেকে আসতেছে। তারা তাদের মতো চলে যায় আর আমি আমার লোকজনদের নিয়ে পোনা মাছের জন্য তৈরীকৃত খাবার পুকুরে দিয়ে বাসায় চলে আসি। পরদিন ১৬ মে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পুকুরে খাবার দিতে গিয়ে দেখি আমার পুকুরের সব পোনা মাছ মরে ভেসে আছে। এই বিষয়টি আমি বিবাদীদের বললে তারা আমাকে বিভিন্ন ধরণের খারাপ ভাষায় গালিগালাজ করে এবং বলে তোমার কি করার আছে করতে পারে।
নারী উদ্যোক্তা রিফা খাতুন আরো বলেন, আমি ঋণ করে গত বছরের মাঝামাঝি সময়ে পুকুরটি লিজ নিয়ে পোনা মাছ চাষ করছি। বুঝলাম নূর ইসলাম, আলেফা বেগম, মোরসালিন, কালাম ও ফারুকের সাথে আমার পূর্বে জমাজমির বিষয়ে বিরোধ আছে। যা আদালতে বিচারাধীন। আদালত যা রায় দিবে তা আমি মাথা পেতে নিবো। পুকুরে আমার প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকার পোনা মাছ ছিলো। তারা আমাকে এভাবে নিশ্য করবে তা কখনো ভাবতে পারিনি। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাবো।
এ ব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শাহ মো: এনায়েতুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য অফিসার নিয়োগ দিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।