মোহাম্মদ আব্দুল হক, চকরিয়ায় কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় ২০) (মে) মঙ্গলবার সকালে একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং একেএস ফার্মেসির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান জনাব এ. কে. শামসুদ্দিন খান, ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ (IFU) এর পক্ষে মি. ক্লাউস প্রেবেনসেন, এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস, সামানজার এস, খান। অনুষ্ঠান পরিচালনা করেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী।
এ সময় এ শাখায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা জানান, সাম্প্রতিক সময়ে এখানকার জনসংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। তাই এই এলাকায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি চকরিয়া, মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশেপাশের অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, IFU একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সংস্থা, যারা বাংলাদেশ জুড়ে ১০০টিরও বেশি নতুন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করছে।
IFU-এর ইনভেস্টমেন্ট ডিরেক্টর মি. ক্লাউস প্রেবেনসেন বলেন, একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের সাথে আমাদের অংশীদারিত্বের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী ও মানসম্মত ঔষধ এবং ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া। আজ চকরিয়ায় উদ্বোধন হওয়া এই ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ।
বক্তারা আশা প্রকাশ করেন যে, উদ্যোগটি এই সকল অঞ্চলের স্বাস্থ্যসেবা খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠান শেষে অতিথিরা একে এস ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ৷