সন্দ্বীপ (চট্টগ্রাম):
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া সড়ককে ডাবল লেইনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হলেও এখনো সরিয়ে ফেলা হয়নি সব অবৈধ স্থাপনা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর গুপ্তছড়া সড়কের উপর থাকা অবৈধ দোকান উচ্ছেদের জন্য একাধিকবার নোটিশ জারি করে। বারবার নোটিশ দেওয়া হলেও বেশিরভাগ দোকানদার স্থাপনা সরাননি। এরপর চলতি বছরের ১৬ এপ্রিল এনাম নাহার মোড়ে সড়ক বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়।
পাঁচ দিন পর, অর্থাৎ ২১ এপ্রিল, গুপ্তছড়া বেড়িবাঁধ থেকে এনাম নাহার মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের চূড়ান্ত নোটিশ দেওয়া হলে প্রায় ৯০ শতাংশ দোকান মালিক নিজ উদ্যোগে দোকান সরিয়ে নেন।
তবে সরেজমিন ঘুরে দেখা গেছে, এখনো এনাম নাহার মোড়ের পশ্চিম পাশে এবং গুপ্তছড়া বাজারের পূর্ব প্রান্তে সড়কের উপর থাকা কয়েকটি ভবন মালিক তাদের অবৈধ স্থাপনা সরাননি। এমনকি একটি পাঁচতলা ভবন এখনো বহাল তবিয়তে রয়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের নিরব ভূমিকার কারণেই অবৈধ দখলদাররা উচ্ছেদ কার্যক্রমকে উপেক্ষা করছে।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-প্রকৌশলী মোঃ ফারহান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের একজন প্রকৌশলী আগামীকাল সরেজমিনে পরিদর্শনে যাবেন। পরবর্তী সিদ্ধান্ত তখনই নেওয়া হবে।”
সড়ক সম্প্রসারণ ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত ও কঠোর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।