অজিত কুমার দাশ ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ছয় দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
গত সোমবার (১৯ মে) সকালে ছাতক উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে এ কৃষি মেলার উদ্বোধন করেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান এর সভাপতিত্বে উপজেলা অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উদ্ভোধনী অনুষ্ঠান ও বর্ণাট্য র্যালিতে উপস্থিত ছিলেন
জনাব ডঃ মোঃ মোশাররফ হোসেন,অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল,সিলেট।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সুহরাব উদ্দীনসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের কৃষক/কৃষাণী বৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃষি মেলার ৯ টি স্টল পরিদর্শন করেন।
মেলায় থাকছে–কৃষি ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি স্টল।যে স্টলগুলো কৃষি ভিত্তিক জ্ঞানের পরিধিকে বহুগুনে বাড়িয়ে দিবে।তাই মেলায় এসে এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে কৃষকরা ।
ছাতকের বিভিন্ন জায়গায় উৎপাদিত কৃষি পণ্য স্টল রয়েছে। আসন্ন বর্ষাকাল,বর্তমান সময়ে যদিও কৃষি পণ্য খুবই কম আছে ছাতকের মাঠে তবুও বর্তমান সময়ে ছাতকের কৃষকের হাতে সপ্তাহব্যাপী মেলা চলমান থাকবে বাংলাদেশ ও বাংলার মাটিকে জানতে হলে কৃষিকে জানতেই হবে” কৃষি প্রযুক্তি মেলায় এই আহবান কৃষি অফিসের কর্মকর্তাদের।