মোঃ রাসেল, লক্ষ্মীপুর:
সাংবাদিকদের নিরাপত্তা, তালিকা প্রণয়ন ও নিয়োগ নীতিমালাসহ ১৪ দফা দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী” এ কর্মসূচি একযোগে পালিত হচ্ছে।
বিএমএসএফ-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত মর্যাদা রক্ষার জন্য দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, নির্দিষ্ট নিয়োগ নীতিমালা এবং তালিকা প্রণয়ন করা প্রয়োজন।” তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সাল থেকে মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।