মোঃ আলম সরদার,গোসাইরহাট শরীয়তপুর:
গোসাইরহাট থানাধীন কুচাইপট্টি ইউনিয়ন এর বসকাঠি গ্রামস্থ সিরু মার্কেট সংলগ্ন আব্দুর রক মোল্লার বাড়ির সামনে ইটের রাস্তার উপর ।অদ্য দুপুর আনুমানিক ১২.৫০ ঘটিকায় কাসেম মোতাইত (৪৫),
পিতা নুরু মোতাইত, গ্রাম মাইজারা,
ইউপি কুচাইপট্টি, থানা গোসাইরহাট, জেলা শরীয়তপুরকে সরকারি জমির দখল ও জমিতে থাকা সয়াবিন উত্তোলনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে বসকাঠি গ্রামস্থ সিরু মার্কেট সংলগ্ন আব্দুর রক মোল্লার বাড়ির সামনে ইটের রাস্তার উপর পৌছাইলে কাসেম মোতাইত এর পথরোধ করেন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে কাসেম মোতাইতের ছুরি মেরে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন কাশেম মোতাইত কে চিকিৎসার জন্য ভ্যান চালক মোঃ বিল্লাল হোসেন এর ভ্যানে করে গোসাইরহাট থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুপুর আনুমানিক ০১.৩৫ টায় মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে গোসাইরহাট থানা পুলিশ গোসাইরহাট থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন।