জাবেদ আহমেদ রিপন, শ্রীমঙ্গল:
গতকাল বুধবার (২১শে মে) জাতীয়তাবাদী সংগ্রাম দল মৌলভীবাজার জেলা আহ্বায়ক আব্দুল হক চৌধুরী সাইস্তা ,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আবু চৌধুরী ও সদস্য সচিব ফারুক আহমেদ সাক্ষরিত এক প্যাডে কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার যুগ্ম-আহ্বায়ক কৃপেন্দ সরকার কিরণ,যুগ্ম-আহ্বায়ক আল -আমিন হোসেন, যুগ্ম-আহ্বায়ক রাজন আহমেদ রাজু।
৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন__যুগ্ম-আহ্বায়কদের মধ্যে জালাল আহমেদ সেলিম,সাকির হোসেন সাকির,এনাম আহমেদ,রনি দেব,সুমন আহমেদ, তানভীর আহমেদ সুমন,জুনেদ আহমেদ চৌধুরী, এম এ ছাদী নাহিদ,সুয়েল আহমেদ,জাকের হোসেন,সুজিত রায়,তুহিন মিয়া,রেদোয়ান আহমেদ সুমন,মো. শফিউল্লাহ, এসকে সৌরভ।সদস্যদের মধ্যে লিটন আহমেদ,মুত্তাকিন আহমেদ,মো. নুরুল ইসলাম,আলকাছ খাঁ,সাকিল তালুকদার, সোহাগ খাঁন,আল-আমিন, এমরান রাহাত মুন্না, মো.হালিমুর রশিদ সোহান,তোফাজ্জল হোসেন জাবের,মো.শফিউল্লাহ, মো.রিপন মিয়া ও মো.শাকিল আহমেদ। উল্লেখিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।